গৌরনদী
গৌরনদীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমানের জরিমানা ও সিলগালা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় বুধবার সকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ক্লিনিক ও ২ টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা করে দিয়েছেন। গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ আহম্মেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ কবির জানান, গৌরনদীর একটি অনলাই নিউজ পোর্টালে মঙ্গলবার ‘ভুল চিকিৎসা মাতৃসেবা ক্লিনিকে নবজাতকের মৃত্যু’র’ খবর প্রকাশিত হয়। উক্ত খবর প্রশাসনের নজরে পরে। বুধবার সকালে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ আহম্মেদের নেতৃত্বে হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় অভিযান চালান। এ সময় অনুমোদনের কোন কাগজপত্র না থাকায় মাতৃসেবা ক্লিনিকের মালিককে ৫০ হাজার, নিউ পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা ও হোসনাবাদ ডায়াগনস্টিক চেম্বারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মাতৃসেবা ক্লিনিক ও নিউ পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেন।