Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    নির্বাচনোত্তর সহিংসতা ॥ উজিরপুরে তিনটি বসত ঘর ভস্মীভূত, দগ্ধ মহিলাসহ আহত-৫

    | ২২:৩৫, মার্চ ২৫ ২০১৬ মিনিট

    gournadi photo w a 01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নে নির্বাচনোত্তর তৃতীয় দিনে সহিংসতায় গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় তিনটি বসত ঘরে আগুন দিয়ে ভস্মীভূত করে দেয় প্রতিপক্ষের সমর্থকরা। এ সময় ঘরে থাকা নারী দগ্ধসহ ৫ জন আহত হয়েছে।
    সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, ক্ষতিগ্রস্থ পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বরাকোঠা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করেন হারাশিয়া গ্রামের মো. ইকবাল হোসেন ও একই গ্রামের প্রফুল্ল হালদার। নির্বাচনে প্রফুল্ল হালদারকে পরাজিত করে মো. ইকবাল বিজয়ী হন। বিজয়ী ইকবাল হোসেন জানান, নির্বাচনী ফলাফল ঘোষনার পর থেকে পরাজিত প্রার্থী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত তিন দিনে সে তার ২০ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
    ইকবালের সমর্থক সোহরাব হোসেন বেপারী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত দেড়টায় প্রফুল্ল হালদার ২০/২৫ জন সমর্থকদের নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় অতর্কিত হামলা করে বাড়ি ভাঙচুর ও লুটপাট করে যাওয়ার সময় একে একে তার (সোহরাব হোসেন), প্রতিবেশী মোক্তার হোসেন সিকদার ও মো. খলিলুর রহমান সরদারের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, মুহুর্তের মধ্যে আগুনের লেলিহানশিখা ছড়িয়ে পড়ে তিনিট বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নেভাকে ব্যার্থ হয়ে ঘরে থাকা আনোয়ারা বেগম(৬৫) সোহরাব হোসেন(৬৮)সহ ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ধাুমরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আগুনে ক্ষতিগ্রস্থ মোক্তার হোসেন সিকদার ও মো. খলিলুর রহমান সরদার জানান, অগ্নিকা-ের ঘটনায় উজিরপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
    প্রত্যক্ষদর্শী গ্রামের জাহাঙ্গীর হোসেন, আনোয়ারা বেগম, রীনা বেগম, মালা বেগম, আসমা বেগম, জানান, আগুনে তিনটি বসত ঘর সম্পূর্নভাবে ভস্মীভ’ত হয়েছে। বাড়ির লোকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ওই তিন ঘরের পোড়া ছাই ছাড়া আর কিছুই নাই। তারা আরো বলেন, দুই গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছে তবে রাতে কে বা কারা আগুন দিয়েছে তা সনাক্ত করা যায়নি।
    অভিযোগের ব্যপারে প্রফুল্ল হালদারের কাছে জানতে চাইলে তিনি বাড়িতে আগুন দেওয়ার কথা অস্বীকার করে বলেন, আমাদেরকে জব্দ করতে ইকবাল ও তার সমর্থকরা নিজেরাই আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।
    খবর পেয়ে রাতেই উজিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক এ,এস,আই) মো. ইয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউই থানায় মামলা করতে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    Post Views: ১৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে ভূয়া  চিকিৎসক  গ্রেপ্তার, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
    • গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    • গৌরনদীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে  বিএনপির অফিস পুড়ে ছাই
    Top