গৌরনদী
আগৈলঝাড়ায় বাল্য বিয়েতে রাজি না হওয়ায় সন্ত্রাসী হামলা কনে মা বোনসহ জখম তিন, বখাটে আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাল্য বিয়েতে কনে ও তার পরিবার রাজি না হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের সন্ত্রাসীরা হামলা চালিয়ে কনে ও তার মা বোনসহ তিন জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় স্কুল ছাত্রী কনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে যাওয়ার পথে অপহরনের চেষ্টা করে সন্ত্রাসীরা। পুলিশ ওই দিন বখাটে বরকে আটক করেছে। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয় লোকজন, স্কুল ছাত্রী ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিপুল করের কন্যা ও বারপাইক্কা মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী নিলিমা কর (১৬)কে দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল একই উপজেলার সাহেবেরহাট মোল্লাপাড়া গ্রামের মৃত আদিত্য সরকারের বখাটে পুত্র অমল সরকার (২২)। এ ব্যপারে স্কুল ছাত্রীর পরিবার বখাটে অমলের অভিভাবকদের কাছে বিচার দিলে তারা বখাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বরং বখাটের সঙ্গে স্কুল ছাত্রীর বিয়ের প্রস্তাব দেন। এতে কনে ও তার পরিবার রাজি না হওয়ায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
স্কুল ছাত্রীর মা অনিতা কর (৩৫) জানান, তার কনে ও তারা বিয়েতে রাজি না হওয়ায় বখাটের দুলাভাই রনজিত ম-ল তার ভাসুর (স্কুল ছাত্রীর দুই চাচা) বিপুল কর (৪০)ও রনি কর(৩৫)কে ম্যানেজ করে আমাদেরকে বিয়েতে বাধ্য করতে চাপ সৃষ্টি করে ২৭ এপ্রিল বিয়ের দিন ধার্য্য করেছে। তিনি আরো বলেন, আমরা বিয়েতে রাজি না হওয়ায় আমাদেরকে বিভিন্ন রকম হামলা ও মামলার হুমকি প্রদান করে। গত সোমবার রাতে বাল্য বিবাহের উদ্যোক্তা বখাটের দুলাভাই রনজিত ম-ল স্কুল ছাত্রীর দুই চাচা বিপুল কর (৪০)ও রনি কর(৩৫) ৫/৬ জনের একদল সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে এসে আমার কন্য্যা নিলিমার উপর হামলা চালিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। এসময় আমি ও আমার আরেক কন্যা নবম শ্রেণীর ছাত্রী ঈশিতা কর বাঁধা দিতে গেলে আমাদেরকে পিটিয়ে সন্ত্রাসীরা মাথা ফটিয়ে রক্তাক্তভাবে জখম করেছে।
স্থানীয়রা জানান, তারা বিষয়টি জানতে রাতেই আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করেন। আহত স্কুল ছাত্রী নিলিমা কর অভিযোগ করে বলেন, গতকাল মঙ্গলবার সকালে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার লিখিতভাবে অবহিত করার জন্য রওয়ানা হয়ে উপজেলা চত্বরে পৌছলে বখাটে অমল সরকার তার ৫/৬ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাকে অপহরনের চেষ্টা চালায়। এসময় অমি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দিলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে বখাটে অমল সরকারকে আটক করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে স্কুল ছাত্রীর চাচা বিপুল কর (৪০)ও রনি কর(৩৫)র সঙ্গে যোগাযোগ করলে তাদের পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার করে অমল সরকার বলেন, হামলা করা হয়নি, বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলা হয়েছে । এ প্রসঙ্গে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, অভিযুক্ত অমল সরকারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।