Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ষ্টুডেন্টস কেবিনেটের উদ্যোগে ক্লাস বর্জন বিক্ষোভ-প্রধান ফটকে তালা

    | ১৬:৫৪, এপ্রিল ১২ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির দুই শিক্ষার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ষ্টুডেন্টস কেবিনেটের উদ্যোগে গতকাল বুধবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষুব্ধ  শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা জানান, দুই শিক্ষার্থীকে মুক্তি দেয়া না হলে অনিদৃষ্টকালের জন্য আন্দোলন অব্যহত থাকবে।

    শিক্ষার্থী, অভিভাবক ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মো. হাফিজুর রহমানের পুত্র সৌদি প্রবাসী আমিনুল ইসলামের ভাতিজা গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র মো. হাসিবুর রহমানের সঙ্গে একই বিদ্যালয়ের সহপাঠি শুভ হাওলাদারের সামান্য বাক-বিতা-ার ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে প্রবাসী আমিনুল ইসলাম শুভ হাওলাদারকে সাশিয়ে দেন এতে শুভ ক্ষিপ্ত হন।
    প্রবাসী আনিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি ভাতিজা গৈলা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আ. রহমানকে নিয়ে বাড়ি ফেরার পথে গৈলা বাজারের উত্তর পাশে পৌছলে  শুভ হাওলাদার সহপাঠি গৈলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর মেসকাত সিকদার, লিটন ফকির ও নাঈম মোল্লা সহযোগীদের নিয়ে আমিনুল ইসলাম ও ভাতিজা শিশু শিক্ষর্থী আব্দুর রহমানের উপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে একটি হাত ভেঙ্গে দেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত প্রবাসীর ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে চার জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র শুভ হাওলাদার ও তার সহযোগী গৈলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী মেসকাত শিকদারকে গ্রেপ্তার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    গতকাল বুধবার সকাল ১১টায় শুভ হাওলাদার ও মেসকাত সিকদারের মুক্তির দাবিতে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা দাখিল মাদ্রাসার স্টুডেন্টস কেবিনেটের উদ্যোগে ক্লাস বর্জন করে স্কুল ও মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষর্থীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী স্ব – স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালাবদ্ধ করে সমাবেশের অয়োজন করে।
    গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট প্রধান মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে প্রতবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৈলা দাখিল মাদ্রাসার স্টুডেন্ট কেবিনেট প্রধান মো. কাওসার হোসেন, শিক্ষার্থী আরিফুল ইসলাম, জানে আলম প্রমূখ। বক্তারা বলেন, গ্রেপ্তারকৃতদের মুক্তি না  দেয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যহত থাকবে। ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, আমরা বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করেছি কিন্তু দুই শিক্ষার্থীকে পুলিশ জেল হাজতে পাঠিয়েছে।  আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা প্রবাসীর উপর হামলা চালিয়ে রক্তাক্তভাবে জখম করেছে এবং একটি হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে মামলা হয়েছে তবে তদন্তে কিশোর অপরাধ হিসেবে গন্য হবে।

    Post Views: ১,০৬৩

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে মানুষ মানুষের জন্য সংগঠনের ঈদ পূর্নমিলণী অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাছের ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ
    • গৌরনদীর টরকী বন্দর মালিক সমিতির কমিটি গঠন
    • গৌরনদীতে বিশেষ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত ‎
    • গৌরনদতে মহাসড়কের ওপর ট্রাক পার্কিং, চার যানবাহনের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত ৩০
    • গৌরনদী বাসষ্টান্ডে নিউ বনলতা রেষ্টুরেন্ট এ্যান্ড ফাষ্টফুট এর উদ্ধোধন
    • গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক বাসভবনে রহস্যজনক আগুন
    Top