গৌরনদী
আগৈলঝাড়ায় যৌন হয়রানী ॥ আসামি ছেড়ে দেয়ায় এএসআই ক্লোজ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে যৌন হয়রনী করার অভিযোগে আটক বখাটেকে ছেড়ে দেয়ার অভিযোগে আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহাবুল ইসলামকে গত মঙ্গলবার রাতে বরিশাল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার হয়রানীর শিকার পরিবারের বাড়িতে গিয়ে দেখা করে পরিবারকে শান্তনা প্রদান করেছে। আজ বৃহস্পতিবার পুলিশ সুপার বরাবরে তদন্ত রিপোর্ট দাখিল করবেন।
স্থানীয় লোকজন জানান, আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে কবির ফকির(৪৫) বড় কন্যা আগৈলঝাড়া মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনরি ছাত্রী ও ছোট কণ্যা সপ্তম শ্রেনির ছাত্রীকে একই গ্রামের গ্রাম পুলিশ মো. শাহ আলম ফকিরের বখাটে পুত্র আল-আমিন ফকির (৩২) উত্যক্ত করে। এর প্রতিবাদ করে বখাটে আল আমিনের বিরুদ্ধে অভিভাবকের কাছে বিচার দিলে বখাটে স্কুল ছাত্রীর মা সুফিয়া বেগমকে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়।
এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ সোমবার আল আমিনকে আটক করে। সুফিয়া অভিযোগ করেন, আগৈলঝাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ওই রাতে উৎকোচ নিয়ে আসামি ছেড়ে দেন। সুফিয়া ও তার স্বামী বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। বরিশাল পুলিশ সুপার মো. আকতারুজ্জামান বিষয়টি তদন্তের জন্য বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোল্লা মোহাম্মদ আজাদকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত মঙ্গলবার বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার যৌন হয়রানীর শিকার পরিবারের বাড়িতে গিয়ে পরিবারটিকে শান্তনা দেন এব ংবিষয়টি তদন্ত করেন। এদিকে বরিশাল জেলা পুলিশের একটি সূত্র জানান, আসামি ছেড়ে দেয়ার অভিযোগে আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহাবুল ইসলামকে গত মঙ্গলবার রাতে বরিশাল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গতকাল বুধবার সকালে তিনি পুলিশ লাইনে যোগদান করেন। এ প্রসঙ্গে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহাবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরে আমি বখাটেকে আটক করে থানায় নিয়ে আসি। থানার আনার পরে স্যারে (ওসি) তাকে ছেড়ে দেয়। থানা থেকে আসামি ছাড়ার ক্ষমতা কি আমার আছে? ক্লোজ সম্পর্কে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করেন। এ প্রসঙ্গে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এএসঅই কোলাজ হওয়ার কথা স্বীকার করে বলেন, আসামি যে আটক করেছে ছাড়ছে কিনা সেই জানেন। বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোল্লা মোহাম্মদ আজাদ বলেন, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় এএসআই মো. শাহাবুলকে ক্লোজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন পুলিশ সুপার বরাবরে দাখিল করা হবে।