গৌরনদী
মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের যৌথ উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় নলচিড়া হাইস্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্বে করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও বরিশাল -১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সুযোগ্য উত্তরসুরী সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, ওসি তদন্ত মোঃ আফজাল হোসেন, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান কবির, সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুসরুজ্জামান, নলচিড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংগঠক আব্দুর রশিদ খান। বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ কামাল হোসেন, সদস্য সচিব অভিজিৎ। অনুষ্ঠানের সাবির্ক পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহরিয়াত হোসেন ভূইয়া । অঅলেঅচনা শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুৃষ্ঠানের আয়োজন করা হয়।