গৌরনদী
গৌরনদীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উপজেলার মাহিলাড়া ইউনিয়নে আ’লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈকত গুহ পিকলুর নির্বাচনী উঠান বৈঠক বাঘার গ্রামের কালী মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে প্রবীন আ’লীগ নেতা যোগেন্দ্রনাথ মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন আ’লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈকত গুহ পিকলু, গৌরনদী উপজেলা আ’লীগ নেতা মোঃ মামুন মোল্লা, জাতীয় পার্টি মাহিলাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আইউব আলী সরদার, আ’লীগ নেতা শান্তি রঞ্জন কর, ইউনিয়ন যুবগলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন সরদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন আকন। এছাড়াও নিজ নিজ প্রতীকের প্রতি ভোট চেয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর প্রার্থী চাঁনমনি দেওয়ান, স্বপন হালদার, মাসুম হোসেন, সালমা বেগম, ইসরাত জাহান শিউলি প্রমূখ।