গৌরনদী
দুই বছরের শিশুকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দুই বছরের শিশু জোবায়ের হোসেনের জন্ম থেকে হার্ট ও রক্ত নালীর সমস্যায় ভূগছে। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলে চিকিৎসকেরা জানিয়েছেন চিকিৎসার মাধ্যমে জুবায়েরের আরোগ্য পেতে হলে তিন লাখ টাকার প্রায়োজন। কিন্তু তার অসহায় পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পরেছে। তাই একমাত্র শিশুপুত্রকে সু-চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করার জন্য জোবায়েরের অসহায় পিতা প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের কাছে সহযোগীতা চেয়েছেন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের বাসিন্দা শওকত সিকদার জানান, জীবিকার প্রয়োজনে তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করতেন। ২০০৯ সালের মার্চ মাসে ইলেকট্রিক শর্টে তার দুটি হাত কাটা পরে। সেই থেকে তিনি পর নির্ভরশীল হয়ে পরেন। ফলে একমাত্র পুত্রের চিকিৎসার জন্য সহায় সম্বলহীন অসহায় বাবার পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পরেছে। জোবায়েরের জন্মের পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা করাতে গিয়ে শওকত ঋণগ্রস্থ হয়ে পরেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, জুবায়েরের আরোগ্য পেতে হলে তিন লাখ টাকার প্রায়োজন। কিন্তু অসহায় ওই পরিবারটির পক্ষে এ টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পরেছে। তাই অসহায় শওকত হোসেন তার একমাত্র পুত্রের সু-চিকিৎসার জন্য সহযোগীতা পেতে প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের কাছে সহযোগীতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ শওকত শিকদার, হিসাব নং-৩০৪৪৯, সোনালী ব্যাংক পয়সারহাট শাখা, আগৈলঝাড়া, বরিশাল। মোবাইল নাম্বার: ০১৭১৮-০৫০৮০৪ (অনুঃ)।