Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগ কমিটির বিরুদ্ধে মামলা

    | ১১:২৬, নভেম্বর ১১ ২০১৬ মিনিট

    24-copy
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  বরিশালের গৌরনদী উপজেলার সরকিল ইউনিয়নের ঐতিহ্যবাহী সরিকল হাইস্কুলের প্রধান শিক্ষক নিয়োগের কমিটির বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও অনৈতিক সুবিধা দাবির অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত অনৈতিক সুবিধা না দেওয়ায় পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে নিয়োগ দেয়নি কমিটি। পরীক্ষায় প্রথম অধিকারী মুহাম্মদ শাহীন বাদি হয়ে গত বৃহস্পতিবার গৌরনদী সহকারী জজ আদালতে নিয়োগ কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. ফারুক হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলামসহ ৯ জনকে আসামি করা হয়েছে।

    মামলার বিবরন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদীর ঐতিহ্যবাহী সরকিল হাইস্কুলে দীর্ঘ প্রায় ৮ বছর ধরে প্রধান শিক্ষক পদটি শুন্য রয়েছে। সম্প্রতি প্রধান শিক্ষক নিয়োগ প্রদানের জন্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সরিকল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লাকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি গঠন করা হয়। নিয়োগ কমিটি ৪ জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহবান করেন। এতে প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য ১৯ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

    মামলায় বাদি উল্লেখ্য করেন, ২২ জুলাই বরিশাল জেলা স্কুলে অনুষ্ঠিত পরীক্ষায় সে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন। এবং জনৈক আনোয়ার হোসেন দ্বিতীয় হন। ওই দিন নিয়োগ কমিটি সভা আহবান করে নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ শাহীনকে নিয়োগ দানের জন্য সুপারিশ করেন।

    প্রধান স্থান অধিকারী মুহাম্মদ শাহীন অভিযোগ করে বলেন, ৭ লাখ টাকা উৎকোচ নিয়ে কমিটি মো. সিদ্দিুর রহমান নামে এক প্রার্থীকে নিয়োগ দানের চুক্তিবদ্ধ হন। কিন্তু সিদ্দিুর রহমান পরীক্ষায় ফেল করায় তাকে নিতে পারেননি। তখন আমার কাছে কমিটি অনৈতিক সুবিধা দাবি করে আমি তা দিতে অস্বীকার করায় নিয়োগ কমিটির সভাপতি, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লাসহ কমিটি আমাকে নিয়োগ দিতে তালবাহানা শুরু করেন। কমিটি তাদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে অনিয়ম দূর্নীতির আশ্রয় নেন। তিন মাসেরও বেশী সময় অতিবাহিত হলেও আমাকে নিয়োগ না দিয়ে নিয়োগ কমিটি গত ১০  নভেম্বর নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

    মামলা দায়েরের কথা স্বীকার করে গৌরনদী সহকারী জজ আদালতের একটি সূত্র জানান, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ শাহীন বাদি হয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. ফারুক হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলামসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
    কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লার কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অনৈতিক সুবিধা দাবির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মামলা দায়ের সম্পর্কে আমি অবহিত নই। গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম মিয়া এ প্রসঙ্গে বলেন, মামলা দায়েরের কথা শুনেছি।

    Post Views: ১,৭১৫

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ৩ যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় যুবলীগের ২০ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের
    • গৌরনদীতে যুবলীগনেতা কর্তৃক হাত-পা ও পাজরের হাড় ভেঙ্গে দেওয়া যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
    • গৌরনদীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
    • গৌরনদীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
    • বাস চাঁপায় মোটরসাইকেল চালক নিহত
    • গৌরনদীতে যুবলীগের তিন নেতাকে কুপিয়ে গুরুতর জখম
    • নিখোজ চার কিশোরী উদ্ধারের ঘটনায় অপহরন মামলা, গ্রেপ্তার-২
    Top