গৌরনদী
গৌরনদীতে মাদক ব্যবসায়ীর হামলায় এ,এস,আই আহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীর হামলায় গত বৃহস্পতিবার রাতে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব হোসেন গুরুতর আহত হয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ী টুটুল সরদারকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বরিশাল আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পরিদর্শক আলী আহম্মেদ ও সফিকুল ইসলামের নেতৃত্বে তাদের একটি দল গৌরনদীর বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করেন। এই সময় তিনি (এএসআই মাহবুব) ধাওয়া করে মাদক ব্যবসায়ী টুটুলকে ঝাপটে ধরলে তার উপর হামলা চালিয়ে জখম করে মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমর্ড পুলিশ সাত বোতল ফেন্সিডিল ও ১৯পিচ ইয়াবা ট্যাবলেটসহ টুটুলকে আটক করেছে। এ ঘটনায় আমর্ড পুলিশের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব হোসেন বাদি হয়ে খুচরা মাদক ব্যবসায়ী টুটুল ও মাদকের আঞ্চলিক পরিবেশক হিরা মাঝিকে আসামি করে বৃহস্পতিবার রাতে বরিশাল কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।