গৌরনদী
জমাজমি সংক্রান্ত বিরোধে ॥ উজিরপুরে ইট দিয়ে পিটিয়ে দিনমজুরকে হত্যা
নিজস্ব প্রতিবেদক,গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাগরারপাড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইট দিয়ে পিটিয়ে মো. শাখাওয়াত হোসেন সিকদার(৪২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা করেছে প্রতিপক্ষ লোকজন। এ ঘটনায় গতকাল বুধবার সকালে নিহতের স্ত্রী মিনু বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার বিবরন ও স্থানীয়রা জানান, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামের মো. শাখাওয়াত হোসেন সিকদারের সঙ্গে একই গ্রামের মো. ইউনুস সিকদারের দীর্ঘদিন যাবত জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২/৩ দিন আগে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। মঙ্গলবার শাখাওয়াত হোসেন চানাচুর বিক্রির জন্য পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলায় রওয়ানা হয়ে সকাল ১০টার দিকে উজিরপুরের জল্লা ইউনিয়নের বাগরারপাড় গ্রামের শামসুল মৃধার চায়ের দোকানের সামনে পৌছলে প্রতিপক্ষ ইউনুস সিকদার(৪৫) পুত্র হায়দার আলী (২৮) ও তার ২/৩ জন সমর্থক সাখাওয়াতের পথরোধ অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাগরারপাড় গ্রামের ব্যবসায়ী শামসুল হক মৃধা(৪৬) জানান, সাখাওয়াত হোসেন শিকদারকে পিটানোর এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত জেনে চলে যায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে সাখাওয়াত হোসেন শিকদারকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অভিযোগের ব্যপারে জানার জন্য মো. ইউনুস সিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেস্টা করে তাকে পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন,এ ঘটনায় নিহতের স্ত্রী মিনু বেগম বাদি হয়ে মো. ইউনুস সিকদার(৪৫) পুত্র হায়দার আলী (২৮) স্ত্রী মালঞ্চা বেগম (৩২)র নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে গতকাল বুধবার সকালে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।