গৌরনদী
গৌরনদীতে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামে গতকাল মঙ্গলবার সকালে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে ।
স্থানীয় লোকজন ও মৃতদের স্বজনরা জানান, উপজেলা বংকুরা গ্রামের সৌদী প্রবাসী মো. ইলিয়াস বেপারীর ৪ বছরে শিশু কন্যা ঐশি ও ইলিয়াস বেপারীর ছোট ভাই মো. আলমগীর বেপারীর ৪ বছর ২ মাসের শিশু পুত্র আবদুল্লাহ গতকাল মঙ্গলবার সকালে ঘরের পাশে খেলতে যান। সকাল ১১টার দিকে তাদের না পাওয়ায় খোজাখুজি করে বাড়ির পুকুরে তল্লাসি চালালে পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দেওয়ান আব্দুস সালাম শিশু দুটিকে মৃত ঘোষনা করেন। একই পরিবারে দুই শিশুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।