গৌরনদী
গৌরনদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ব্যবসায়ী সমিতির উদ্যোগে পালরদী নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শত বছরেরও বেশী সময় ধরে চলে আসা এই নৌকা বাইচ মাঝখানে কয়েক বছর বন্ধ থাকে। নতুন করে এ বছর এই নৌকা বাইচে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ছাড়াও পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা বহু সরেঙ্গা, ছিপ, কোষা, বাচারী নৌকা অংশ নেয়। কাঁস, ঢোল ও বৈঠার সলাৎ সলাৎ শব্দে মুখরিত হয়ে উঠে পালরদী নদী। প্রতিযোগীতার প্রধান আকর্ষণ ছিল লঞ্চের সাথে হাতির রশি টানাটানি। নান্দনিক ্এই নৌকা বাইচ বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক রাউন্ডে পালরদী নদীর প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে চলে।
নৌকা বাইচ ও লঞ্চের সাথে হাতির রশি টানাটানি দেখতে দুপুর থেকেই নদীর দুই পাড়ে গোপালগঞ্জ, মাদারীপুর ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অসংখ্য দর্শনাথী ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। উক্ত নান্দনিক নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেল্ াআওয়ামীলীগের সাধারন সম্পাদক, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেল্ াআওয়ামীলীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সৈয়দা মনিরুর নাহার মেরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীরীগের সভাপতি মিয়া মনির, কৃষকলীগের পৌর সভাপতি শাহজাহান বেপারী। উদযাপন কমিটি সভাপতি ও ইতালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম দিলীপের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টরকী বন্দর বনিক সমিতির সভাপতি রাজু আহম্মেদ হারুন, উদযাপন কমিটি সহ-সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন্ মিয়া, ব্যবসায়ী অমর কৃষ্ণ রায়, শিশির কুন্ডু, শেখর দত্ত বনিক, বাগদাদ হোটেলের মালিক এচাহাক হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, পৌর যুবলীগের সভাপতি াাতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমিন হাওলঅদার, ছাত্রলীগের উপজেলা সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভ’ইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ। অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধায়ে ছিলেন উদযাপন কমিটি সাধারন সম্পাদক ও বনিক সমিতির সাধারন সম্পাদক বুলবুল দেওয়ান। শেষে প্রধান অতিথিরা বিজয়ীদের মাঝে রঙ্গিন টেলিভিশন প্রদান করেন।