গৌরনদী
গৌরনদীতে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা গাছ লুট, ঘর উত্তোলন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের এক শিক্ষাকের বাড়িতে ৫০/৬০ জন শসস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে আড়াই লাখ টাকার গাছ কেটে লুট করে নিয়ে গেছে। সন্ত্রাসীরা বাড়ির জমি দখল করে ২৫ ফুট লম্বা একটি তিন চালা ও ৫০ ফুট লম্বা একটি একচালা নতুন ঘর উত্তোলন করেছে। এ ঘটনায় মামলা দিতে গেলে গৌরনদী থানা পুলিশ মামলা নেয়নি বলে স্কুল শিক্ষকা ও তার স্বামী মুজিবর রহমান অভিযোগ করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, বাটাজোর হরহর গ্রামের শিক্ষক মুজিবর রহমান ২০১২ সালে মতিয়ার রহমানের কাছ থেকে গৌরনদী উপজেলার জে.এল, ৯৯ নং হরহর মৌজার বি,এস খতিয়ান নং ৩২৬, নতুন ৮০০ দাগের ২০ শতাংশ জমি ক্রয় করে ওই জমিতে বাড়ি নির্মান করে বসবাস করে আসছে। কিছুদিন যাবত ওই বাড়ি দখলের চেষ্টা চালায় একই গ্রামের অনিল চন্দ্র দাসের পুত্র মনতোষ দাস(৫১)।
মুজিবর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মনতোষ দাস একদল শসস্ত্র সন্ত্রাসী নিয়ে বাড়িতে গিয়ে প্রাননাশক অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং বাড়ি দখলের হুমিক দিয়ে আসে। সন্ত্রাসী মহড়া ও হুমকি দেওয়ায় পরের দিন ২৫ সেপ্টেম্বর সে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড আদালতে জমির উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বিজ্ঞ বিচারক ২৬ সেপ্টেম্বর সম্পত্তিতে শান্তি শৃংখলা রক্ষা করা এবং স্কেচম্যাপ মালিকানা ও দখল বিষয়ক প্রতিবেদন দাখিলের জন্য গৌরনদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা পাওয়ার পরে ওসি উপ-পরিদর্শক মো. নজরুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। এস,আই নজরুল জমিতে স্থিতিশীল অবস্থা ও শান্তি বজায় রেখে আগামি ৭দিনের মধ্যে নিজ নিজ কাগজপত্রসহ থানায় হাজির হওয়া নিদের্শন দেন।
মুজিবর রহমানের স্ত্রী বাটাজোর অশ্বনী কুমার হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক হাসিনা আক্তার(৪০) অভিযোগ করেন, পুলিশের নির্দেশ অমান্য করে গত মঙ্গল ও বুধবার প্রতিপক্ষ মনতোষ দাস, পুত্র মিঠুন দাস(২৭) বিধান দাস(২৪)র নেতৃত্বে ৫০/৬০ সন্ত্রাসী প্রাননাশক ও ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে বড় বড় ২০টি মেহগনি গাছ কেটে লুট করে নিয়ে গেছে। এছাড়া আম, কাঠাল, আতা, পেয়ারাসহ ৩০/৩৫ টি ফলজ গাছ কেটে ফেলে। তিনি বলেন, এসময় বাড়িতে আমার স্বামী ছিলেন না। সন্ত্রাসীরা আড়াই লাখ টাকার গাছ কেটে লুট করে নিয়ে যায় কিছু ফেলে রাখে এবং জমি দখল করে দুটি টিনের ঘর তুলে। দখলকৃত জমির মূল্য প্রায় ২০ লাখ টাকা। পরবর্তিতে থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে কোর্টে যাওয়ার পরামর্শ দেন।
দখলদার মনতোষ দাস ও তার পুত্র পুত্র মিঠুন দাস ও বিধান দাসের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমরা কারো জমি দখল করি নাই, তিন মাস আগে ৪৫ লাখ টাকায় জমি কিনে সেই জমিতে ঘর তুলছি এবং গাছ কেটেছ্ ি।