গৌরনদী
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ শহীদ বুদ্ধিজীবী দিবস২০২৪ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ৯টায় বাটাজোর বধ্যভূমি মরার ভিটায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খানের সভাপতিতে আলোচনা আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনের ( ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার মোঃ ইউনুস মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার হোসেন, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ শাহ আলম ফকিরসহ অন্যান্যরা। সন্ধ্যায় সরকারি গৌরনদী কলেজ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করা । এ সময় সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোৎ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনের ( ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার মোঃ ইউনুস মিয়া।