সারাদেশ
গৌরনদীতে কেন্দ্রীয় বিএনপি নেতার লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সরকারি গৌরনদী কলেজ শহিদ মিনার চত্বরে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনির হাওলাদারের¡ সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ শাহ আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, বিএনপি নেতা আব্দুল মালেক আকন, লুৎফর রহমান মোল্লা, নজরুল ইসলাম সরদার, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন ইসলাম মনির, জেলা ছাত্রদলের সহসভাপতি এসএম হীরা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা প্রমূখ। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন কেন্দ্রীয় এ বিএনপি নেতা।