গৌরনদী
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে “সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি,বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মিনরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী বিআরডিবের চেয়ারম্যান মোহানুর রহমান সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গোলাম মোর্শেদ। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা ও গণমাধ্যমের কর্মীরা। বক্তব্য রাখেন গৌরনদী কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, জেভিকো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান সহ অন্যান্যরা। শেষে সেরা সমবায়দের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।