বরিশাল
আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে যতিন্দ্র নাথ মিস্ত্রী চেয়ারম্যান নির্বাচিত
নিজস্ব প্রতিবেদকঃ ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচন ২০২৪ রোববার অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রী দোয়াত কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব রায় জানান, যতিন্দ্র নাথ মিস্ত্রী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যতিন্দ্র নাথ মিস্ত্রী দোয়াত কলম প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৭শত ৫৮ তার নিকটতম প্রতিদ্বন্ধী আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রইস সেরনিয়াবাত পেয়েছেন ২৫হাজার ৮শত ৬৯ ভোট। ভাইসচেয়ারম্যান পদে সঞ্জয় বাড়ৈ চশমা প্রতীকে ভোট পেয়েছেন ২১হাজার ২শত ৫৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ রফিকুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে ভোট পেয়েছেন ৯হাজার ২শত ৬১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন হাফিজা ইসলাম ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ২১ হাজার ৪শত ৭০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী পবিত্র রানী রায় কলস প্রতীকে ভোট পেয়েছেন ১৪হাজার ৬৭ ভোট।