সারাদেশ
গৌরনদী ও আগৈলঝাড়ায় মাইটিভির জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভি’র ১৫ বছর পদার্পণ উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাই টিভি প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে গতকাল সকালে গৌরনদী উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার, উপজেলা একাডেমীক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, সরিকল ্উনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রব হাওলাদার, সিঙ্গাপুর প্রবাসী মাহবুব হাওলাদার, নারী নেত্রী সনিয়া আজাদ, উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মণীষ চন্দ্র বিশ^াস, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হাসান মাহমুদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোল্লা ফারুক হাসান, এশিয়ান টিভির প্রতিনিধি জিএম জসিম হাসান, সাংবাদিক সৌরভ হোসেন, মোঃ মাসুদ সরদার, কাজী রনি প্রমুখ। পরে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে কেকাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাতের সহধর্মিনী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ সভাপতি এলিনা জাহিন, আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) উম্মে ইমামা বানিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোশারফ হোসেন, আলৈঝাড়া পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, সাবেক সাধারন সম্পাদক শামীমুল ইসলাম, প্রবীর বিশ^াস ননী প্রমুখ। শেষে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।