সারাদেশ
জামালপুর ভেজাল গুড়ে বাজার সয়লাব
কাজী রফিকুল হাসান জামালপুর ঃ জামালপুরে ভেজাল গুড়ে বাজার সয়লাব। হাট বাজারে সর্বত্র বিক্রি হচ্ছে ভেজাল গুড় । ভেজাল গুড় বিক্রি বৃদ্ধি পাওয়ায় জনমনে নানা ধরনের বিরুপ প্রতিক্রিয়াসহ এলঅকায় নানা ধরণের রোগব্যাধি ছড়িয়ে পড়েছে । ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে রয়েছে ।
জানা যায়, সদর উপজেলার হাট বাজারে অবাধে ভেজালগুড় বিক্রি হচ্ছে। বিশেষ করে নান্দিনা বাজার,শরীফপুর বাজার , মাধুর বাজার ও নরুন্দী বাজার ভেজাল গুড় বিক্রির পেছনে বিশেষ কালো বাজারী চক্র ওতো প্রতোভাবে জড়িত রয়েছে । তারা সিন্ডিকেটের মাধ্যমে ভেজাল গুড় বিক্রি করে যাচ্ছে । সূত্রমতে জানা গেছে গুড় তৈরিতে রং ও এক ধরণের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই কেমিক্যাল মানব দেহের ক্ষতিকারক। নাম প্রকাশে অনিচ্ছুক জামালপুর জেনারেল হাসপাতালের এক ডাত্তার জানান গুড় তৈরিতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তা ক্যানসারের জীবানু বহন করে পাশাপশি কিড়নি সমস্যা হতে পারে। এতে মৃত্যু ঝুকি সবচেয়ে বেশি ।
ভেজাল গুড়ের ব্যবসা মেলান্দহ , মাদারগঞ্জ,ইসলামপুর ,দেওয়ানগঞ্জ বকশিগঞ্জও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে পড়েছে ।সিন্ডিকেটের মাধ্যমে আরামনগর বাজার বাউসি বাজার , মিলন বাজার ,গাজিপুর বাজার ও হাজীপুর বাজারে ভেজাল গুড় মারাত্মক আকার ধারন করেছে । এ ব্যাপারে ইসলামপুর সরকারি জে.জে.কেএম গার্লস হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ খোরশেদ আলম এ প্রতিবেদককে বলেন যে সাধারণ মানুষের জনজীবন দূর্বিসহ করে তোলেছে ও মরণব্যাধি থেকে মুক্তির জন্য ভেজালগুড় নিধনে কৃর্তপক্ষে ব্যবস্থা নেয়া জরুরী।