সারাদেশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উজিরপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৭
নিজস্ব প্রতিবেদকঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা টেম্পু ষ্টান্ডে বুধবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের ৫ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গুরুতরভাবে আহত জালিস মাহমুদকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিমের (৬৭)সাথে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সিরাজুল ইসলামের (৫২) দীর্ঘ দিন যাবত পারিবারিব শত্রæতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জোর ধরে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়। আহত ৫ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শোলক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি বুধবার দুপুর ১২টার দিকে ধামুরা টেম্পু ষ্টান্ডের আমার নিজস্ব কার্যালয়ে বসা ছিলাম। এ সময় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিমের পুত্র শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চঞ্চল সরদারের (৪০) নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় ধারাল অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপর হামলা করে । খবর পেয়ে আমার ভাই মোঃ সেলিম (৪০) ও ছেলে ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ফাহিমসহ সমর্থকরা এগিয়ে এলে তাদের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। এ অভিযোগ অস্বীকার করে শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিমের পুত্র ও শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চঞ্চল সরদার বলেন, আমার আত্মীয় আমেরিকা প্রবাসী রাহাত সরদার একটি মসজিদ করতে গেলে সিরাজুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা চঞ্চল সরদার কাজে বাধা দেন। বিষয়টি নিয়ে ঝগড়াঝাটি হলে তার জের ধরে আমাদের উপর সন্ত্রাসী নিয়ে হামলা চালায় এবং পিটিয়ে আমাকে, আমাদের সমর্থক জালিস মাহমুদ ও রফিকুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং জালিম মাহমুদকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা এক পক্ষ আমেরিকা প্রবাসী রাহাত সরদার বাদি হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।