গৌরনদী
গৌরনদী বন্ধুসভার উদ্যোগে দুঃস্ত পরিবারকে ঈদ সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দুঃস্ত ও সুবিধা বঞ্চিত ১৩টি পরিবারকে বুধবার দুপুরে ঈদ সামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী বন্ধুসভার সভাপতি আব্দুর রহমান। উপস্থিত ছিলেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, বন্ধুসভার তথ্য গবেষনা সম্পাদক মিম আক্তার, প্রচার সম্পাদক মোঃ রনি আহম্মেদ সহ অন্যান্যরা। ১০টি পরিবারকে চাল, ডাইল, পোলার চাল, সয়াবিন তৈল, লবন, সাবান, চিনি, গুড়া দুধ, সেমাইসহ ঈদ সামগ্রী দেয়া হয়। এ ছাড়া তিনটি পরিবারকে শাড়ি ও লৃঙ্গি দেয়া হয়। রেখা বেগম বলেন, ঈদ নিয়ে চিন্তায় আছিলাম কি করে ঈদ করমু, প্রথম আলোর কাছ থাইক্কা ঈদের পুরো বাজার পাইছি পোলঅপান লইয়া ভালভাবে ঈদ করতে পারমু । একই কথা জানালেন বেগম (৬০) নুপুর (২৮)।