গৌরনদী
আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি রোববার রাতে আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
এসময় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির খোজ খবর নেন। এলাকার উন্নয়ন কাজ দ্রæত গতিতে শেষ করার জন্য নির্দেশ দেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা ও পরামর্শ দেন। এসময় দলীয় নেতা-কর্মীদের খোজ খবর নেন । সভায় বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, মুলাদী, হিজলাসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান হারিছসহ প্রমুখ।