বরিশাল
গৌরনদীতে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সৈয়দ নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মিডিয়াকর্মীসহ অন্যান্যরা। একইদিন দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপণ এবং ৭ মার্চ পালনের উপলক্ষে কর্মসূচী প্রণয়ন ও সুষ্ঠুভাবে পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।