গৌরনদী
বরিশালে সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধার কবরে বিনম্র শ্রদ্ধা ও দোয়া মোনাজাত
নিজস্ব প্রতিবেদক, দক্ষিণাঞ্চেলের সড়ক পথের প্রবেশ দ্বার বরিশালের গৌরনদীর সাউদের খালপাড় পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হাসেম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শহীদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হাসেম কবরে বিনম্র শ্রদ্ধাসহ ফুলের শুভেচ্ছা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।
বৃহস্পতিবার প্রথম প্রহরে এলাকাবাসির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।