বরিশাল
গৌরনদীতে জামে মসজিদে অনুদানের চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান ফরহাদ মুন্সী ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন।
শুক্রবার জুম্মা নামাজ বাদে হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদ কমপ্লেক্সে আলহাজ¦ নুরুজ্জামান ফরহাদ মুন্সী ৫০ হাজার টাকার অনুদানের চেক মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও সাধারন সম্পাদক ও তাঁরাকুপি-কটকস্থল নূরাণী মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়ার হাতে তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেম্বর এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও বার্থী ইউনিয়নের সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ মানিক মাঝি, মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, মোঃ কবির উদ্দিন মাঝি, মোঃ ইদ্রিস শাহ্, রুহুল আমীন মাঝি, কুদ্দুছুর রহমান মিয়া, আলহাজ¦ জাকির হোসেন মিয়া, মোঃ সজিব মিয়া, শুভ মাঝিসহ অন্যান্য মুসুল্লীরা। শেষে দেশের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কটকস্থল হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ঈশা ফরাজি।