বরিশাল
বরিশালের দানবীর, সমাজসেবক বিজয় দের রোগমুক্তি কামনায় প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের বিশিস্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানশীল ও সাদা মনের মানুষ বলে খ্যাত শ্রী বিজয় কৃষ্ণ দে’র রোগ মুক্তি কামনায় ও করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী শ্রী শ্রী তাঁরা মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির (ট্রাস্টী) বোর্ডের সদস্য শান্তনু ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মন্দির ট্রাস্ট কমিটির সদস্য প্রনব রঞ্জন দত্ত বাবু, মোহন লাল চক্রবর্তী, শিশির কুমার কুন্ডু, মন্দির পুজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি চক্রবর্তী নিতাই লাল, ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, গোবিন্দ নাগ, সম্পাদক অপু রায়, সহসম্পাদক সজল ঘোষ, কোষাধ্যক্ষ দুলাল মজুমদার, সদস্য বিল্টু রঞ্জন সাহা, উত্তম শীল, সঞ্জয় চক্রবর্তী, সুমন মালো, বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ । প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত শ্রী অমল গাঙ্গুলী।