গৌরনদী
প্রধান শিক্ষক মানিক হাসানের কন্যা-জিপিএ-৫
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ এবারে এসএসসি পরীক্ষায়গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম, মানিক হাসান ও স্কুল শিক্ষিকা শিরিন সুলতানার কন্যা কহোনা হাসান (ঈনা), ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। মেধাবী কহোনা হাসান পি,এস,সি ও জে,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। এস,এস,সিতে জিপিএ-৫ পেয়ে গ্লোরিয়াস রেজাল্ট করায় কহোনা হাসান ঈনাকে অভিনন্দন জানিয়েছেন তার চাচ্চু গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদারসহ তার আত্মীয় স্বজনরা।