গৌরনদী
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “পরিস্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে বরিশালের গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সিসিডিবি, এইড এবং জিডিএস’র যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফারিহা তানজিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা খলেদা খানম, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টপাধ্যায় । বক্তব্য রাখেন, আয়োজক সংগঠন জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, সিসিডিবির কর্মসূচী কর্মকর্তা সুকল্যান রায়, সাংবাদিক হাসান মাহামুদ, আরিফিন রিয়াদ, এমআর মহসীন প্রমূখ।
গৌরনদী মডেল থানার উপ-পরিদশৃক (এসআই) মোঃ সগীর হোসেন জানান, ডাকাত পুত্র জসিম ও বাদলের নামে ঢাকার সবুজবাগ থানায় ৩ টি ডাকাতি ও ১টি অস্ত্র আইনে মামলা রয়েছে। আর কুমিল্লার দাউদকান্দি থানায় রয়েছে আরো ২টি ডাকাতি মামলা। বাদল হাওলাদার সবুজবাগ থানার একটি ডাকাতি মামলায় (যার নং-৭৭ (৯) ০৮,জিআর-৮১০/০৮) গ্রেফতার হয়ে দীর্ঘ ৬ বছর যাবত ঢাকার কেন্দ্রিয় কারাগারে বন্দি রয়েছে। তার ছোটভাই জসিম হাওলাদারও একই মামলার আসামী। জসিম হাওলাদার ও তার বড় ভাই বাদল হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি মামলা রয়েছে । এছাড়া অস্ত্র আইনে তাদের নামে রয়েছে আরো ১টি মামলা রয়েছে। কুমিল্লার দাউদকান্দি থানার আরো ১টি ডাকতি মামলার আসামী জসিম হিসেবে নিরহ জসিমকে গ্রেপ্তার করা হলে নামের বিভ্রান্তির বিষয়টি প্রকাশ পায় এব্ং প্রকৃত সত্যতা বের হয়ে আসে।