বরিশাল
উপজেলা পরিষদ নির্বাচন, আগৈলঝাড়ায় আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত \
চেয়ারম্যান পদে রইস, ভাইসচেয়ারম্যান রফিক ও মলিনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বুধবার বিকেলে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে স্থানীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রইস সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলাম তালুকদার ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়। বরিশাল জেলা আওয়ামীলীগের একাটি সূত্র জানান, বুধবার বিকেলে বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সেরালস্থ বাসভবনে স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর নাম ঘোষনা করা হয়। বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুসসহ জেলা ও উপজেলার মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের স্বাক্ষরিত নোটিশে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের নির্দেশ দিলে আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীসহ মোট ২৩জন সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দেন।