গৌরনদী
গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ছাগল বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার হতদরিদ্র পরিবারের ৫ সদস্যকে গতকাল মঙ্গলবার সকালে কারিতাসের এসডিডিডিবি প্রকল্পের উদ্যোগে হুইল চেয়ার ও ছাগল বিতরন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় কারিতাস মিলনায়তনে মাহিলাড়া ইউনিয়ন প্রবীন ফোরামের সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ননের সাবেক চেয়ারম্যান কালীয়া দমন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবে চেয়ারম্যান ওগৌরনদী রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম, গৌরনদী বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, কারিতাসের এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল ও ৬টি ছাগল বিতরন করা হয়।
মাহিলাড়াার কাঞ্চন আলী সরদার(৬৫) জানান, তার পুত্র সফিকুল সিলঅম জন্মগতভাবে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। তাকে হুইল চেয়ারম কিনে দেওয়ার মত আর্থিক সংগতি নেই। হুইল চেয়ারটি পেয়ে তার ছেলের একটি স্বপ্ন পুরন হল। হুইল চেয়ার পেয়ে বেজায় খুশি সফিকুল । তিনি বলেন, মোর বাজানে চেয়ারটি পেয়ে বেজায় খুশি এবং বাজানে হুইল চেয়ার পেয়ে শুধুই হাসে। আমাকে বলে সে গাড়িতে নয় ওই হুইল চেয়ারে বসেই বাড়ি যাবে। শারীরিক প্রতিবন্ধী বেজহার গ্রামের বিধুবা মাহমুদা বেগম (৫৫) বলেন, মুই এহন চলতে ফিরতে পারমু। হাপানিয়া গ্রামের কালু কবিরাজ(৫০) উপার্জন অক্ষম। পরের দুয়ারে চাইয়ে চিনতে সংসার চলে। তাকে দুটি ছাগল দেয়া হয়েছে। কালু কবিরাজ জানান, ছাগল দুটি লালন পালন করে সংসারে স্বচ্ছলতা আনবেন।