গৌরনদী
গৌরনদীতে “সাক্রাকর কমপ্লেক্সে সুপার মার্কেট”র উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী ক্যাথলিক ধর্ম পল্লির ডাইওসিসের উদ্যোগে গৌরনদীর প্রান কেন্দ্র উপজেলা সড়কের সংযোগ মুখে গৌরনদী বাসষ্টাÐে নব-নির্মিত “সাক্রাকর কমপ্লেক্্র সুপার মার্কেট” উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে “সাক্রাকর কমপ্লেক্্র সুপার মার্কেট” র আহবায়ক ফাদার লাজারুজ গোমেজের সভাপতিত্বে ক্যাথলিক মিলনায়তনে ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভঅপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, “সাক্রাকর কমপ্লেক্্র সুপার মার্কেট” পরিচালনা কমিটির সদস্য বরিশাল কাথলিক ডাইসিসের সিএসসি বিশপ লরেন্স সুব্রত হাওলাদারের পক্ষে ফইনান্স ডিরেক্টর ফাদার মুকুল আন্তনী মন্ডল, বরিশাল বিশপ’স হাউজের ফাদার লেকাভেলি, গৌরনদী কাথলিক মিশনের ফাদার মিন্টু, অলকা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সিস্টার সেলি পালমা, সহকারি সিস্টার মুন্না গোমেজ, সাক্রাকর কমপ্লেক্্েরর ম্যানেজার মানিক হালদার, ডা: আলহাজ মো: মোস্তাফিজুর রহমান, মার্কেটের ব্যবসায়ী গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বিএম বেলাল, মো: আরাফাত রহমান, মো: কামরুল ইসলাম, মো: মিন্টু, মো: আবু তালেব, মো: জুয়েল, মহাদেব মন্ডল, সাইট সুপার ভাইজার মো: সাইফুর রহমান। আলোচনা শেষে কমপ্লেক্্েরর শুভ উদ্ধোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।