গৌরনদী
গৌরনদীর কৃতি সন্তান সেনাবাহিনীর সিনিয়র অলরাউ-ার অফিসার নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের কৃতি সন্তান, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুর মহাম্মদ এর নাতি ও বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান শামীম(বীর প্রতীক, এন,ডিসি/পিএসসি) ও রেহানা পারভীন মুক্তির পুত্র শাদমানুর রহমান অরনপ বাংলাদেশ মিলিটারি একাডেমী ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের কমিশন প্রাপ্তী। সে সেনাবাহিনীর সিনিয়র অল রাউ-ার অফিসার নির্বাচিত হন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহন করেন। এ সময় অনুষ্ঠানে বাবা সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান শামীম(বীর প্রতীক, এন,ডিসি/পিএসসি) ও মা রেহানা পারভীন মুক্তি উপস্থিত ছিলেন।