গৌরনদী
গৌরনদীর স্কুলছাত্রীকে অপহরণ করে আশুলিয়ায় আটকে রেখে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ অপহরণ করে ২৮ দিন আটকে রেখে বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে অপহৃতা ধর্ষিত স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক সুলতান আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুলতান আহম্মেদ পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার আমলাগাছিয়া গ্রামের রশিদ গাজীর ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের ওহাব আলী হাওলাদারের বাড়িতে থেকে তার নাতনী (১৪) পড়াশোনা করে অসছিল। নাতনী গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজে নবম শ্রেনির ছাত্রী । ওই স্কুলছাত্রী গত ৫ মার্চ সকালে নানা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ওই স্কুলছাত্রী চরগাধাতলী এলাকায় পৌছলে বখাটে সুলতানের নেতৃত্বে তার ৪/৫ জন সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। গোপণ সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এস.আই মোঃ নজরুল ইসলাম আশুলিয়া থানা পুলিশের সহযোগীতায় শনিবার রাত সাড়ে ৮টায় আশুলিয়া থানার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ধর্ষিত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ধর্ষক সুলতান আহম্মেদকে গ্রেপ্তার করে।