গৌরনদী
গৌরনদীতে মাদকদ্রব্যসহ চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী থানা পুলিশ সোমবার রাতে ও মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ চার বিক্রোকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া গাঁজা সেবন করার সময় দুই মাদকাসক্তকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড করেছে।
গৌরনদী মডেল থানার ওনি মোঃ ফিরোজ কবির জানান, সোমবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম অভিযান চালিয়ে টরকী বন্দররে অভিযান চালিয়ে মাদক বিক্রোতা রায়হান ফকির ও কাওছার হোসেন ফকিরকে আটক করে তল্লাশী করে। এ সময় রায়হানের প্যান্টের পকেট থোক ৬পিস ও কাওছারের প্যান্টের পকেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদি হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।
অপর দিকে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ফকরুদ্দিন কটকস্থল এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রোতা টুটুল সরদার (২২) ও মশিইর রহমান আকনকে (২৫) ৫ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ফকরুদ্দিন বাদি হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।
অন্যদিকে মঙ্গলবার সকালে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম অভিযান চালিয়ে পৌর এলাকার দক্ষিণ গোবরর্ধন সরদারবাড়ির পুকুর পারে গাঁজা সেবনের সময় রুবেল সরদার (২৭) ও জুয়েল সরদারকে (২৮) আটক করে। পরবর্তীতে উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার