গৌরনদী
গৌরনদীতে গৃহপরিচালিকার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে সংগীতা রায় (১০) নামে এক গৃহপরিচালিকা সোমবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করেছে।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অহিদ জানান, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার খাকবাড়ি গ্রামের সমীর রায়ের কন্যা সংগীতা রায় গৃহপরিচালিকার কাজ করতো ব্র্যাক সরিকল শাখার মাঠকর্মী গীতা রানী সুতার বাসায়। গীতা রানী সোমবার দপুরের খাবার শেষে তার তিন বছরের সন্তানসহ সংগীতাকে বাসায় রেখে অফিসে যান। সন্ধ্যার দিকে গীতা রানীর সন্তানের কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সংগীতার ঘরের সামনের বারান্দায় ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় গৌরনদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।